thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাঙ্গাইল উপনির্বাচন

প্রার্থী দেখে লড়বেন কাদের সিদ্দিকী

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৯:৫০:৩২
প্রার্থী দেখে লড়বেন কাদের সিদ্দিকী

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্তের পর দলটি তাদের প্রার্থী চূড়ান্ত করবে। উপনির্বাচনে ক্ষমতাসীন দল শক্ত প্রার্থী দিলে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজে, আর ক্ষমতাসীন দল বিতর্কিত প্রার্থী দিলে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কৃষক শ্রমিক জনতা লীগের একাধিক নেতা দ্য রিপোর্টকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রের দাবি, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) নির্বাচনী এলাকার লোকজনের দাবি কাদের সিদ্দিকী নির্বাচন করুক। এর আগে বৃহস্পতিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় টাঙ্গাইল-৮ উপনির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাদের সিদ্দিকীকেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য নেতারা অনুরোধ জানান। তবে কাদের সিদ্দিকী সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী দ্য রিপোর্টকে বলেন, ‘বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ উপনির্বাচনে অংশ নিবে। তবে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।’

এদিকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর কাদের সিদ্দিকী এখন সখিপুর-বাসাইল সফরে রয়েছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে পদত্যাগের পর একই বছর ১৫ নভেম্বর উপনির্বাচনে অংশ নিয়েছিলেন কাদের সিদ্দিকী। সে নির্বাচনে কাদের সিদ্দিকীর প্রতীক ছিলো ‘পিঁড়ি’। আর তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহান। নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে কাদের সিদ্দিকীকে পরাজিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর