thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

উপজেলা নির্বাচন

সাভারে বিএনপির প্রার্থীদের পুলিশি হয়রানি বন্ধের আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২০:৪২:১৩
সাভারে বিএনপির প্রার্থীদের পুলিশি হয়রানি বন্ধের আহ্বান

সাভার প্রতিনিধি : সাভার উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থীত প্রার্থীদের পুলিশি হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি প্রার্থীরা। শুক্রবার সকালে পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় সাভারের সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ নানাভাবে হয়রানি করে আসছে। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় জামিনে থাকার পরও পুলিশ তাদেরকে বিনা কারণে গ্রেফতার করে পেন্ডিং মামলায় জেলহাজতে প্রেরণ করছে। পাথালিয়া ইউনিয়নের খেজুর টেক এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগকালে ট্রাকভর্তি পুলিশ এসে ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে।

সংবাদ সম্মেলন থেকে এ সময় তিনি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে জেলা রিটানিং অফিসারকে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আহবান জানান। এ সময় পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. রেফাত উল্লাহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ কফিল উদ্দিন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনি আকতার উর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর