thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

ক্ষমা চাইলেন সাকিব

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২১:১২:৩৩
ক্ষমা চাইলেন সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। আইপিএলে বাংলাদেশের একমাত্র ‘নিয়মিত’ প্রতিনিধিও। এ দেশের লাখো ক্রিকেটপ্রেমীর স্বপ্নের নায়কের নাম সাকিব আল হাসান। ড্রেসিংরুমে সতীর্থদের আদর্শও। অথচ এই সাকিবই অভাবনীয়, অশোভনীয় আচরণ প্রদর্শন করলেন ড্রেসিংরুমে! তবে শেষ পর্যন্ত বোধদয় হয়েছে তার। তাই বিসিবির দেয়া শাস্তি মাথা পেতে নেয়ার পর গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সাকিব। এমন ঘটনা এর আগেও বার বার দেখিয়েছেন সাকিব। সর্বশেষ ২-৩ মাস আগে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ভক্ত অটোগ্রাফ চাইতে গেলে তার কলার টেনে ধরেছিলেন সাকিব।

অশোভন, অশালীন আচরণের দায়ে শুক্রবার সাকিবকে ৩ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিসিবি। এরপরেই রাত ১২টার দিকে অনুতপ্ত হয়ে নিজের ফেসবুক ফ্যান পেইজে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চান সাকিব। নিজের ফেসবুকে তিনি লেখেন, বৃহস্পতিবার ম্যাচ চলার সময় আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। অপ্রত্যাশিতভাবে আউট হয়ে যাওয়ায় আমি খুবই হতাশ ছিলাম, আবেগ সামলাতে পারিনি।’ সাকিব স্বীকার করেন, অনেকেই তাকে ‘আদর্শ’ হিসেবে দেখায় তার তখন ওই রকম প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। ভবিষ্যতে এমনটা যাতে না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন তিনি।’

সাকিবের শাস্তির বিষয়ে বোর্ড পরিচালক সাজ্জাদুল আলম ববি দ্য রিপোর্টকে বলেছেন, ‘ সাকিবের বিরুদ্ধে যে ব্যবস্থা (৩ ম্যাচ নিষিদ্ধ ও ৩ রাখ টাকা জরিমানা) নেয়া হয়েছে তা এই ম্যাচের পাশাপাশি এশিয়া কাপের প্রথম ২ ম্যাচেও বলবৎ থাকবে। এশিয়া কাপের খেলা বলে আমরা তাকে খেলানোর ব্যাপারে কোনও রকম সুযোগ দেব না। তাছাড়া এটা অন্যান্য ক্রিকেটারদের জন্যও একটি সতর্কবার্তা।’

২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে সাকিব আল হাসান বিশেষ অঙ্গ ভঙ্গি করে আলোচনায় এসেছেন। ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হবার পর সাকিব সংবাদ সম্মেলনে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করেন। অবশ্য এটা নতুন নয়। কারন এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে ভরাডুবির দলীয় জবাবদিহিতার প্রশ্নের সাকিব তখনকার সভাপতি মুস্তাফা কামালের সঙ্গে বেয়াদবি করেছিলেন। সেবার কামাল মাফ করে দিয়েছিলেন। আর ২০১১ বিশ্বকাপে মাঠের সেই ঘটনা পর বিসিবি সাকিবের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি।

উল্লেখ্য, মিরপুরে চলমান বাংলাদেশ-শ্রীলংকা তৃতীয় ওয়ানডেতে খেলছেন না সাকিব।

(দ্য রিপোর্ট/আরআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর