thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মমতা-ন্যান্সি বৈঠক বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২১:২২:৪৪
মমতা-ন্যান্সি বৈঠক বাতিল

কলকাতা প্রতিনিধি : ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে ঠিক কী কারণে বৈঠক বাতিল করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্নে শুক্রবার দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কোনো বৈঠক হওয়ার কথা ছিল না।

এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠক বাতিল হওয়ায় মার্কিন কনস্যুলেটে ফিরে গেছেন ন্যান্সি পাওয়েল।

এর আগে তৃণমূল কংগ্রেসের দলীয় ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের খবর জানানো হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী বৈঠকের কথা খারিজ করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট থেকে সে তথ্য সরিয়ে নেওয়া হয়।

পূর্ব ঘোষিত সফরসূচি অনুযায়ী শুক্রবার সকালে রাজভবনে রাজ্যপাল এন কে নারায়ণের সঙ্গে বৈঠক করেন ন্যান্সি। এরপর মমতার সঙ্গে দেখা না করেই চলে যান তিনি।

মার্কিন কনস্যুলেট সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়ে চলতি মাসের মাঝামাঝি দিল্লির মার্কিন দূতাবাস থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছিল। মার্কিন কনস্যুলেটের ডিপ্লোম্যাটিক আইটিন্যারিতে সেই বৈঠকের স্ট্যাটাস লেখা ছিল ‘ইয়েট টু বি কনফার্মড’।

সূত্র জানায়, শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বৈঠক করেন ন্যান্সি পাওয়েলের প্রোটোকল অফিসাররা। ন্যান্সি পাওয়েলকে ঘিরে শুক্রবার তৎপরতা ছিল নবান্নেও। নবান্নে পুলিশ কর্মকর্তাদের কাছে তথ্য ছিল দুপুর ১টা ৫০ মিনিটে সেখানে যেতে পারেন মার্কিন রাষ্ট্রদূত। রাজ্যের প্রোটোকল বিভাগেও ন্যান্সি পাওয়েলের সফরসূচিতে রাজভবনের পাশাপাশি নবান্নে যাওয়ার কথা ছিল।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর