thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২১:৩১:১৮
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। আহতকে শাহজাদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শুভ ঘোষ (৩২)। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শাহজাদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফরিদ আহমেদ হতাহতের খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শাহজাদপুর সদরের মনিরামপুরের শুভ ঘোষ মোটরসাইকেলে ২ সঙ্গীসহ বগুড়া নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড থেকে দিলরুবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বিসিক বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভসহ দুইজন নিহত ও অপর সঙ্গী আহত হন।

(দ্য রিপোর্ট/আরকে/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর