thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ডাস্টবিনে দুই নবজাতকের লাশ

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৮:৫৭:২৯
চট্টগ্রামে ডাস্টবিনে দুই নবজাতকের লাশ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত নবজাতকের লাশ দুটি ময়লার সাথে ডাস্টবিনে পড়ে থাকলেও পুলিশ উদ্ধার করেনি।

প্রত্যক্ষদর্শী পথচারী মো. সেলিম জানান, সকালে অফিসে যাওয়ার পথে চৌমুহনী এলাকার কর্ণফুলী সিডিএ মার্কেটের মূলফটকের বিপরীতে ময়লা ফেলার ডাস্টবিনে নবজাতক দুটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে অসংখ্য মানুষ ভিড় করে। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও পুলিশ মরদেহ দুটি উদ্ধারে ব্যবস্থা নেয়নি।

উত্তর পাঠানটুলী ওয়ার্ডের ‍কাউন্সিলর মোহাম্মদ জাবেদ জানান, এলাকার লোকজন দুই নবজাতকের লাশ পড়ে থাকার কথা জানালে আমি ঘটনাস্থলে এসে দুটি লাশ ময়লার সাথে পড়ে থাকতে দেখে থানায় ফোন করেছিলাম। পরে দুপুরের দিকে এলাকার লোকজনই দুটি মরদেহ দাফনের ব্যবস্থা করেছে। কে বা কারা এ নবজাতক দুটি হত্যা করে ফেলে দিয়ে নিজেদের পাপ মুছে ফেলার চেষ্টা করেছে।

এ ব্যাপারে সিএমপি’র ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, এক থেকে দেড় মাস বয়সী দুটি শিশুর লাশ পড়ে রয়েছে লোকমুখে শুনে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিছুই পাওয়া যায়নি। শুনেছি স্থানীয়রা তাদের মাটিচাপা দিয়েছে।

(দ্য ‍রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর