thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিশ্বায়নেরকালে বাংলা ভাষা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২২:১৯:৫৭
বিশ্বায়নেরকালে বাংলা ভাষা

জাহেদ সরওয়ার

মাইক্রোসফট এনকার্টা ওয়ার্ল্ড ডিকশনারি যেদিন প্রকাশিত হয়, তার উদ্বোধনী ভাষণে খুব দম্ভভরে বিলগেটস বলেছিলেন, ‘এক পৃথিবী এক অভিধান’। এরপর সভাসদদের হাততালি, হাসি আর শ্যাম্পেনের ছিপি খোলার যে শব্দ হয়েছিল সেই শব্দে পৃথিবীর ভাষাপরিবার কেঁপে উঠেছিল সন্দেহ নাই। ঐতিহাসিক ভাষা পরিবারের দিকে দৃষ্টি দিলে দেখা যায় বিভিন্নভাবে একেকটি ভাষা অন্য একটি ভাষার ভেতর প্রবেশ করে থাকে। আধিপত্য, বাণিজ্য, যাযাবরবৃত্তির কারণে একেকটি ভাষা অন্য একটি ভাষার শব্দে নিজের স্থান করে নেয়। এতে গ্রাসকারী ভাষাটি সমৃদ্ধ হয় সন্দেহ নাই। বাংলা ভাষার ভিতর আরবী, উর্দু, ফারসী, ইংরেজি বহু ভাষার শব্দের প্রবেশ আছে। বাংলায় সাম্রাজ্য বিস্তারের চেষ্টাকালে বেশির ভাগ সাম্রাজ্যবাদী শক্তিই তাদের ধর্ম ও ভাষাকেও আধিপত্য বিস্তারের হাতিয়ার বানিয়েছিল। কিছু দিন আগেও পাকিস্তানীরা তাদের উর্দু ভাষাকে বাংলার ওপর চাপিয়ে দিতে চেয়েছিল; যা টেনে এনেছে একাত্তর।

তারা জানত না যে পঞ্চাশ হাজার লোক নিয়মিত কথা বললে সে ভাষা বিলুপ্ত হয় না। দুর্ভাগ্য বর্বররা প্রায়ই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তবে আমাদের ওপর সর্বশেষ যে দু’টো সাম্রাজ্যবাদী ভাষা আগ্রাসন চালাচ্ছে তা হচ্ছে ইংরেজি আর হিন্দি। এদের আক্রমণের উপায় ভিন্ন। এরা আমাদের কাছে আত্মীয় পরিচয় দিয়ে ডাকাতি করতে আসে।

পুঁজিবাদ শুধু পণ্যনির্ভর নয়, ভাষানির্ভরও। বড় পুঁজির যারা কারবার করে তাদের ভাষাও যে আধিপত্য বিস্তার করবে এটা পুঁজিবাদের ধর্ম। পণ্যায়ন মানুষকে নীতি, ভাষা ও সংস্কৃতিহীন করে তোলে। ক্রমশ মানুষকে ভোক্তা সাংস্কৃতিক শেকড়হীন করে তোলার ভেতর বাণিজ্য বিস্তারের রাজনীতি আছে। ‘বিশ্বায়ন’ এই ব্যবস্থার প্রকল্প। অন্যান্য ব্যবসার মতোই তারা ভাষা ও শিক্ষা ব্যবসায় নিয়েছে লাভজনক পরিকল্পনা। সারা পৃর্থিবীতে ইংরেজি এক ভয়াবহ দানবে পরিণত হয়েছে। এই বিশ্বায়নের যুগে মূল আধিপত্যই ভাষাভিত্তিক। একটা সময় ছিল লেখার সাথে বা কথা বলার ফাঁকে একটু-আধটু ফরাসী বা হিস্পানী বলাটা আভিজাত্যের পর্যায়ে পড়ত। রাশিয়ার গুরুতর লেখক তলস্তয় বা দস্তইয়েভস্কি বা অন্যান্য লেখকের লেখাতেও প্রচুর ফরাসী উদ্ধৃতি চোখে পড়ে। বিশ্বব্যাপী সেই জায়গাটা শুধু ইংরেজি দখলই করেনি, পুরোপুরি ইংরেজিতে লিখতে পড়তে চিন্তা ও জীবনযাপন করতে প্রলুব্ধ করছে, বিভিন্ন কায়দায় বিভিন্ন ভঙ্গিমায়।

আর বলাই বাহুল্য এই শিক্ষা ব্যবসার প্রধান বাহন হচ্ছে ইংরেজি। অন্য একটি ভাষায় দক্ষতা থাকা মোটেই অযোগ্যতা নয়। অন্য একটি ভাষার যোগ্য না হলে আমরা অনেক মৌলিক নতুন ধরনের লেখক পেতাম না। কিন্তু আপত্তিটা সেখানেই যে বিনোদন, বাণিজ্যিক প্রয়োজন, শিক্ষার ছদ্মবেশে যেখানে ভাষাটা রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হয়। ভাষার আধিপত্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ সম্পর্কে কেনিয়ার লেখক নগুগি ওয়া থিয়াঙ্গো তার ডিকলোনাইজিং দ্য মাইন্ড পুস্তকে চমৎকার কিছু তথ্য জ্ঞাপন করেন, ‘ইংরেজিকে রক্ষার স্বার্থে সবকিছুকে, সবাইকে মাথা নত করতে হবে। মাতৃভাষায় কথা বলা অবস্থায় ধরা পড়লে কঠিন শারীরিক শাস্তি ভোগ করতে হতো; লেখা থাকত আমি আহম্মক কিংবা আমি গাধা। মাঝে মাঝে অপরাধীকে জরিমানা গুনতে হতো। জরিমানার টাকা বেশিরভাগ অপরাধীর পক্ষে জোগাড় করা কঠিন ছিল। শিক্ষকগণ অপরাধীদের ধরতেন কীভাবে? একজন ছাত্রের হাতে দিয়ে দেওয়া হতো একটি বোতাম। মাতৃভাষায় কথা বলার অপরাধে যে ধরা পড়ত তার হাতে আগের ছাত্রটি দিয়ে দিত সেই বোতাম। দিনের শেষে যার হাতে পাওয়া যেত সেই বোতাম তাকে ধরলেই বের হয়ে পড়ত সারা দিনে কে কে মাতৃভাষায় কথা বলার অপরাধ করেছে। এভাবেই শিশুদের মগজে ঢুকিয়ে দেওয়া হতো নিকটজনদের সাথে বিশ্বাসঘাতকতা করলে কতখানি মজা পাওয়া যায়।’

এভাবে তৃতীয় বিশ্বের মননের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভাষা তথা সাংস্কৃতিক আধিপত্যবাদ। অর্থনীতিতে দুর্বল আর অসাবধানী দেশের ভাষাকে ক্রমে গ্রাস করছে ইংরেজি নামের সাদা তিমিটি।

ডেভিট ক্রিস্টাল তার ‘ভাষার মরণ’গ্রন্থে একটা চমৎকার তথ্য সন্নিবেশিত করেছেন। ‘এই পৃথিবীর ছয় হাজার ভাষা ইংরেজির প্রভাবে এই শতাব্দীতেই ধ্বংস হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আগামী ৫০ বছরের মধ্যে ইউনাইটেড আরব আমিরাতের দুবাই শহরটির আরবী ভাষা নষ্ট হয়ে গিয়ে ইংরেজি ভাষাভিত্তিক এক নতুন শহরে পরিণত হবে। আমরা এ সব কথা বলছি, তার মূল কারণ শিক্ষার মাধ্যম হল ভাষা। যদি বিশ্বেজুড়ে একটি ভাষার আধিপত্য বিস্তার করা যায়, তাহলে শিক্ষার যে ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি মাথা তুলে দাঁড়িয়ে আছে, তা গগনচুম্বী হতে পারে।’

ইউনেস্কো স্ট্যাটেসটিক্যাল ইয়ারবুক ১৯৯৬ সালে একটা চিত্র দেখায়। এই পরিসংখ্যানে দেখা যায় মাত্র এগারোটি ভাষা এখন তাবৎ জাহানের মাতৃভাষা। এদের মধ্যে শীর্ষে আছে ম্যান্ডোরিন চায়নিজ :

ক্রমিক

মাতৃভাষার দিক দিয়ে ভাষাভাষীর সংখ্যা

ব্যবহারিক দিক দিয়ে ভাষাভাষীর সংখ্যা

চায়নিজ ম্যন্ডোরিন ৮০ কোটি

চায়নিজ ম্যন্ডোরিন ১০০ কোটি

ইংরেজি ৩৫ কোটি

ইংরেজি ১৯০ কোটি

হিন্দি/উর্দু ৩৫ কোটি

হিন্দি/উর্দু ৫৫ কোটি

হিস্পানী ৩১ কোটি

হিস্পানী ৪৫ কোটি

বাংলা ১৭ কোটি

বাংলা ১৭ কোটি

রাশিয়ান ১৬ কোটি

রাশিয়ান ২৯ কোটি

আরবী ১৬ কোটি

আরবী ১৮ কোটি

পর্তুগিজ ১৬ কোটি

পর্তুগিজ ১৮ কোটি

জাপানিজ ১২ কোটি

জাপানিজ ১৪ কোটি

১০

জার্মান ৯ কোটি

জার্মান ১২ কোটি

১১

ফরাসী ৭ কোটি

ফরাসী ১৩ কোটি

এই হিসাবটি এক ভাষা অন্য ভাষাকে গিলে খাবার চিত্র তুলে ধরে। ইংরেজি নিয়েছে সাদা তিমির ভূমিকা। ইউনেস্কোর এই পরিসংখ্যানে দেখা যায় ইংরেজির সাথে পাল্লা দিয়ে সব ভাষাই মোটামুটি তাদের অবস্থান পাল্টিয়ে নিতে সচেষ্ট। লক্ষ্য করলে দেখা যাবে কেবল বাংলা ভাষা তার নিজস্ব স্থানে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের কথা বলতে গেলে হিন্দি আর ইংরেজি আমাদের বেডরুমে ঢুকে আছে। অথচ ভারতীয় উপমহাদেশে এই ভাষা আলাদা সমীহ পেত এক সময়। আন্তর্জাতিক অঙ্গনে এই ভাষাই দক্ষিণ এশিয়ার মুখ উজ্জ্বল করেছিল। আর ‘বাংলা’ শব্দটাই মূলত একটা সাংস্কৃতিক ঐতিহ্য যা একান্তই ভাষাগত।

কিছুদিন আগে ঢাকা থেকে কক্সবাজার যাত্রাকালে বাসের ভেতর একদঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীর সহযাত্রী হওয়ার সুযোগ ঘটে। স্বভাবতই তারা খুব উচ্ছ্বল ছিল। গাড়িতে ওঠার পর মনে হল, যেন ভুল জায়গায় এসে পড়েছি। অদ্ভুত এক বাংলা ভাষায় কথা বলছে তারা। বাংলা ইংরেজি হিন্দির মিশেলে এক জগাখিচুড়ি ভাষা। যেন বাংলা ভাষায় কথা বলতে না হলেই তারা বাঁচে। ভয় পেয়ে গেছি। এই তো আমাদের তরুণ প্রজন্ম, যারা ‘অত্যাধুনিক বিজ্ঞানসম্মত’ জীবনযাপন করে। এদের বিচরণ ইন্টারনেট, এদের চোখে হলিউড, এদের কানে বিবিসি, সিএনএন।

বাংলাদেশের মতো দারিদ্র্য জর্জরিত, অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগপূর্ণ, ভঙ্গুর, আগাগোড়া দুর্নীতিগ্রস্ত একটা দেশের জন্য এটা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশে বাণিজ্যিক তথা প্রাইভেট স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলোর ভাষাই ইংরেজি। অন্তত একজন দু’জন শিক্ষক বিদেশ থেকে আমদানী করা, যারা দেশী তারাও বিদেশ থেকে আত্মা বেচার ডিগ্রি অর্জনকারী। এই সব বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের পোশাক-আশাক পশ্চিমী, এরা খায় পশ্চিমী, এদের জীবনাচার পশ্চিমী, তথাকথিত বিবিএ বা এমবিএই এদের প্রধান পছন্দের বিষয়। এদের ব্যক্তিগত জীবন কেড়ে নিয়ে কর্পোরেট বিশ্ব এদের করে তোলে ভোগের মাল। অর্থ আর যৌনতাই এদের জীবন। শোবার ঘরে তো আছেই এইচবিও, স্টার মুভি, সনি, বিবিসি, জিটিভি, সিএনএন। এরপর রাস্তাঘাটে গজিয়ে উঠেছে ইংরেজিতে দখল দেওয়ার এজেন্সী। শিশুদের ইংলিশ মিডিয়ামে সেদ্ধ করার প্রয়াস চলছে নিরন্তর। অভিভাবকরা পারলে শিশুদের ইংরেজি রান্না করে খাওয়ায়।

বাংলাদেশের সাহিত্যেও ইংরেজি কেন্দ্রিক এক ধরনের হীনম্মন্যতা লক্ষ্য করা যায়। এখানে ইংরেজিতে বই পড়তে না পারলে যেন জাতে ওঠা যায় না। এটা একটা হীনম্মন্য ধারণা মাত্র। বিশেষ কোনো ভাষায় আছে জ্ঞান অর্জনের নির্দিষ্ট পথ— এ ধরনের বক্তব্য রাজনীতি ও হীনম্মন্যতা প্রসূত।

যে-কোনো ভাষাতেই জ্ঞান অর্জন সম্ভব। ইংরেজি না জানা সত্ত্বেও একধরনের সাহিত্য চর্চাকারীকে দেখা যায় ইংরেজি বই হাতে নিয়ে ঘুরতে। কথায় কথায় তারা বলে এ দেশের সাহিত্যে কিচ্ছু নাই। কিছু হচ্ছে না। এ ধরনের বিদ্ঘুটে ধারণা অন্তঃদারিদ্র্যের পরিচয় বহন করে। এরা নিজেদের অজান্তেই প্রায় সংক্রামিত। বাংলাদেশে সম্প্রতি প্রাইভেট রেডিওতেও অদ্ভুত ধরনের একটা বাংলা-ইংরেজি মিশেল ভাষা বলার চেষ্টা হচ্ছে। এর পেছনে কারা আছে খুঁজে বের করা জরুরী। কেন তারা এ ধরনের আজগুবি ভাষা প্রচারে মেতে উঠেছে তা ভেবে দেখা দরকার। এখন কথা হচ্ছে ইংরেজির এই দানবীয় আচরণে বাংলা ভাষাকে রক্ষা করার প্রয়োজন আছে কিনা? নাকি ইংরেজি টাইফুনে ঘুমের মধ্যে ভেসে যাওয়াই বাংলা ভাষার নিয়তি!

ফ্রেঞ্চ লেখা পত্র অনুবাদ করার জন্য ইংল্যান্ডে আলাদা ডিপার্টমেন্ট আছে। বিভিন্ন ভাষা থেকে সাহিত্য অনুবাদ করার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাংলাদেশের এ তাবত সব সরকারই অশিক্ষিত মানসিকতার। ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য আকাদেমিতে মূল ফেঞ্চ, হিস্পানী, রুশ থেকে অহরহ বই বাংলায় অনুবাদ হচ্ছে। অথচ বাংলা আমাদের পুরো দেশের ভাষা হওয়া সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় আক্রান্তের অভিযোগ রয়েছে বাংলা একাডেমীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— সরকারি আমলা, রাজনীতিবিদ আর একাডেমীর কর্মকর্তাদের লেখার প্র্রতি বিশেষ নজর দেওয়ার।

বাংলা ভাষাকেও বিশ্বায়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে হবে, অন্যান্য বড় দুর্ধর্ষ ভাষার সাথে প্রতিযোগিতায় টিকে থাকার সমস্ত জারিজুরি অর্জন করতে হবে। নয়তো নীরবে বিলীন হয়ে যেতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুতই চলে যাচ্ছে যে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত পরীক্ষা দিয়ে টিকে থাকা স্বাধীন বাংলা ভাষা বেঁচে থাকবে কিনা। সেই প্রস্তুতি বাংলার আছে কিনা। নাকি ইংরেজির মতো দুর্ধর্ষ সাম্রাজ্যবাদী ভাষার নীরব গ্রাসে পরিণত হওয়াই বাংলার নিয়তি!

লেখক: কবি ও সমালোচক
sjahedpoet@gmail.com

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর