thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ 25, ৬ চৈত্র ১৪৩১,  ২০ রমজান 1446

সোনারগাঁয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ২২ ০০:৩৩:০৫
সোনারগাঁয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় যুবলীগ নামধারী তপন চন্দ্র বর্ণমকে (৪০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮ টায় উপজেলার বৈদ্যেরবাজার বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মিশু নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি নিজেকে যুবলীগ কর্মী দাবি করলেও কোনো পদবীধারী নন। তপন উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার লক্ষণ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ৮ টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে বাড়ি থেকে পাশের বৈদ্যেরবাজার বালুর মাঠ এলাকায় ডেকে নিয়ে যায়। এ সময় তাকে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই এলাকা থেকে মিশু নামের একজনকে আটক করেছে পুলিশ।

তপন বৈদ্যেরবাজার এলাকায় জুয়া, মাদক ও মাছঘাট নিয়ন্ত্রণ করত বলে জানা গেছে। তপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের দোহাই দিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করত বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রেজাউল হক জানান, তপনকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএম/ডব্লিউএন/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর