thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলে ক্যাম্পসের বিনামূল্যে চিকিৎসা সেবা

২০১৪ ফেব্রুয়ারি ২২ ০১:৩০:১৭
ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলে ক্যাম্পসের বিনামূল্যে চিকিৎসা সেবা

টাঙ্গাইল প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখিপুরে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিম ঘরে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ( ক্যাম্পস) ।

কিডনি বিশেষজ্ঞ ও ক্যাম্পসের চেয়ারম্যান অধ্যাপক এম এ সামাদের তত্বাবধানে দিনব্যাপী কর্মসূচিতে কিডনি, হার্ট, লিভার, গাইনি ও ডায়াবেটিকসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেন। এতে সখিপুর উপজেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় রোগীরা চিকিৎসা সেবা নিয়েছেন।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলূর রহমান খান ফারুক, অধ্যাপক এম এ সামাদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. আব্দুল মালেক মিয়া।

(দ্য রিপোর্ট/এআর/ডব্লিউএন/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর