thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কনেস্টেবল নিহত

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৩:৪৬:১৫
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কনেস্টেবল নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের দুর্গম পাহাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা জামান (৩৭) নামে গোয়েন্দা পুলিশের এক কনেস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে থানায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মোফাজ্জল হোসেন, এসআই সুজয় মজুমদার, এসআই সাজেদুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, চালক আশ্রাফ আলী, কনেস্টেবল মো. সামশু। আহত অপর একজনের পরিচয় পাওয়া যায় নি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা শ্রীকৃষ্ণ পোষাক তলাপাত্র দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে হিন্দু সম্প্রদায়ের শিব চর্তুদশী মেলায় ডিউটি পালন শেষে একটি মাইক্রোবাস করে থানায় ফিরছিলেন তারা। এ সময় ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে গাড়ির ভিতর থেকে আহত অবস্থায় অন্যরা বেরিয়ে আসতে পারলেও আটকা পড়ে যান চালক। সেখান থেকে উদ্ধার করে তাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে ওই দুর্ঘটনায় আহত অপর ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুলিশ কনস্টেবল মোস্তফা জামান মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সীতাকুণ্ডে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহতদের ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর একজন মারা গেছেন।আহত অবস্থায় ভর্তি রয়েছে ৬ জন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর