thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শনিবার শিশুপ্রহর

২০১৪ ফেব্রুয়ারি ২২ ০২:৪৩:১৪
শনিবার শিশুপ্রহর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বইমেলায় শিশুদের স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুপ্রহরের ঘোষণা করেছে বাংলা একাডেমি।

মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ ছাড়াও সকাল ৯টায় অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চূড়ান্ত সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নতুন বই ও মোড়ক উন্মোচন

অমর একুশে গ্রন্থমেলার ২১তম দিন শুক্রবার ২২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। নুরুন্নাহার পান্নার ‘জ্বলে-ওঠা কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা ডি. আইজ আনোয়ার ও বিচারপতি সিকদার মোকবুল হক। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গোলাম সারোয়ার ও মাসুমা মৌসুমীর যথাক্রমে ‘ক. ভ্রমণ কথা খ. কৈশরের রুপকথা’ ও ‘জয়ীতা এখন বইমেলায়’ বইগুলোর মোড়ক উন্মোচন করেন।

তাছাড়া শিল্পী তিমির নন্দী সৈয়দ এন আক্তারের ‘বাংলা এবং তুমি’ বইটি ও কবি নির্মলেন্দু গুণ জামাল হোসেনের ‘কোথা সে ছায়া সখী কোথা সে জল’ বইটির মোড়ক উন্মোচন করেন।

বাংলা একাডেমির তথ্য কেন্দ্র এবং সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বইমেলায় নতুন বই এসেছে ২৫৩টি।

২০শে ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলায় বাংলা একাডেমির মোট বিক্রি : ৭০,৫৮,৬০৮.৪০ টাকা।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর