thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সোমালিয়ায় প্রেসিডেন্টের সদরদফতরে হামলা, নিহত ১৪

২০১৪ ফেব্রুয়ারি ২২ ০২:৫২:২৪
সোমালিয়ায় প্রেসিডেন্টের সদরদফতরে হামলা, নিহত ১৪

দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্সিয়াল ভবনে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আল-কায়েদা সংযুক্ত বিদ্রোহী দল আল-শাবাব এ হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

পুলিশ জানায়, ভিলা সোমালিয়া হিসেবে পরিচিত প্রেসিডেন্টের সদরদফতরের গেইটে শুক্রবার আল-শাবাব এ কারবোমা হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ও হয়।

ঘটনার পর এক বিবৃতিতে আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের কোনো ক্ষতি হয়নি।

বার্তাসংস্থা এএপি জানিয়েছে, এ হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে পাঁচজন সরকারি কর্মকর্তা ও নয়জন আল-শাবাবের সদস্য।

(দ্য রিপোর্ট/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর