thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এভারেস্টে নিরাপত্তার ব্যবস্থা করবে নেপাল

২০১৪ ফেব্রুয়ারি ২২ ০৩:৫৪:৩৮
এভারেস্টে নিরাপত্তার ব্যবস্থা করবে নেপাল

দ্য রিপোর্ট ডেস্ক: এভারেস্টের বেস ক্যাম্পে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। পর্বতারোহীদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এপ্রিলে এভারেস্টের ৭ হাজার ৪৭০ মিটার উচ্চতায় ইউরোপীয় পর্বতারোহী এবং শেরপাদের মধ্যে বাদানুবাদের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

যদিও সেইদিনের বিবাদ শান্তিপূর্নভাবে সমাধা হয়েছিল। তবে এভারেস্টের ঢালগুলো ক্রমেই সংকীর্ণ হয়ে আসায় বিবাদের সম্ভাবনা বেশি দেখা দিয়েছে। ঢালে রশি বাঁধা নিয়ে প্রায় সময়ই উভয় পক্ষের মধ্যে বিবাদ হয়।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দিপেন্দ্র পাডোয়াল জানান, মোট নয়জনের নিরাপত্তা দলে তিনজন করে সেনাবাহিনী, পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য থাকবেন। নিরাপত্তা দলটি পর্যটন মন্ত্রণালয় অধীনে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, গত বছর ইউরোপীয়ান পর্বতারোহী এবং শেরপাদের মধ্যে বিবাদ নেপাল সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

নেপালের পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা দলটি পর্বতারোহীদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে, পর্বত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে এবং পর্বতারোহণ সংক্রান্ত নিয়মকানুন বাস্তবায়নে সহায়তা করবে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে এডমন্ড হিলারী এবং তেনজিং নরগে এভারেস্ট জয়ের পর এ যাবৎ প্রায় ৩ হাজার আরোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন।

নেপাল এবং চীনে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মাউন্ট এভারেস্ট চূড়ার উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফুট। খবর বিসিসি।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর