thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হবিগঞ্জে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১২:৫৩:৪৯
হবিগঞ্জে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ময়মনসিংহগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) কামাল উদ্দিন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এফসি/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর