thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পুলিশি বাধায় চট্টগ্রাম বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

২০১৭ মার্চ ০২ ২১:৪৪:৪৮
পুলিশি বাধায় চট্টগ্রাম বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

চট্টগ্রাম অফিস : পুলিশি বাধার মুখে চট্টগ্রামে পালিত হয়েছে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নগরীর নূর আহমদ সড়কের নাসিমন ভবনের গেটে এ কর্মসূচি পালন করেছে তারা।

পুলিশি বাধার কারণে এদিন দুই ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছেন নগর বিএনপি নেতারা। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশ তাদের ঘিরে রাখলে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার পর্যন্ত এ কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাদের অভিযোগ, নূর আহমদ সড়কের উপর তারা অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয় তাদের। যার পরিপ্রেক্ষিতে পরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করতে বাধ্য হন তারা। এমনকি কর্মসূচি চলাকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় সেখানে।

এ ব্যাপারে ওসি জসিম উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে দ্য রিপোর্টকে তিনি বলেছেন, ‘বিএনপি তাদের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে, কোন সমস্যা করেনি। তারা রাস্তা অবরোধ করে অবস্থান করতে চাইলে আমরা অবশ্যই বাধা দিতাম। যেহেতু তারা রাস্তায় অবস্থান না করে দলীয় কার্যালয়ে অবস্থান করেছে, তাই কোন ধরনের সমস্যা হয়নি।’

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলো, মোহাম্মদ আলী, কাজী বেলাল, মহিলা দলের নেত্রী জেলী চৌধুরী, যুবদলের মোশাররফ হোসেন দিপ্তী, ইয়াছিন চৌধুরী লিটন, আর ইউ চৌধুরী শাহীন, ছাত্রদলের বেলায়েত হোসেন বুলু, বিএনপির ইস্কান্দার মির্জা, আশরাফ চৌধুরী, এসএম সাইফুল আলম প্রমুখ

(দ্য রিপোর্ট/এজে/এপি/এনআই/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর