thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শেষ ম্যাচেও বাংলাদেশের হার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৬:৪৫:২২ ২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৪:৫০:০০
শেষ ম্যাচেও বাংলাদেশের হার

দ্য রিপোর্ট্ ডেস্ক : তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। শনিবার ৬ উইকেটে জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সফরকারীরা ৪৭.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে (২৪৬/৪,১৫ বল বাকি রেখে)।

২৪১ রানের দরকার ছিল। কৌশল পেরেরা (১০৬) ও দিনেশ চান্দিমালের(৬৪) দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা সহজ জয় পেয়েছে। এছাড়া ম্যাথুস ২০ ও প্রিয়াঞ্জন ২২ রানে অপরাজিত ছিলেন। রুবেল হোসেন ও রিয়াদ ২টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা পেরেরা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ২৪১ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ (২৪০/৮,৫০ ওভার)। দলীয় সর্বোচ্চ রান করেছেন মুমিনুল হক (৬০)।

তবে বাংলাদেশকে লড়াকু পুঁজি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম(৩০), নাসির হোসেন(৩৮), নাঈম ইসলাম(৩২) ও সোহাগ গাজী(২৩)। শ্রীলংকার পেসার ধাম্মিকা প্রসাদ ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া ২টি উইকেট পেয়েছেন আরেক পেসার সুরাঙ্গা লাকমাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল

এনামুল হক(উইকেটরক্ষক), শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম(অধিনায়ক), নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

শ্রীলংকা দল

কৌশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, আশান প্রিয়াঞ্জন, কিথুরুয়ান ভিথানাগে, অ্যাঞ্জেলো ম্যাথুস(অধিনায়ক), থিসারা পেরেরা,অ্যাঞ্জেলো পেরেরা, সচিত্র সেনানায়েকে, ধাম্মিকা প্রসাদ, সুরাঙ্গা লাকমাল।

(দ্য রিপোর্ট্/এমএ/ফেব্রুয়ারি ২২,২০১৪,)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর