thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

২০১৭ মার্চ ০৩ ২১:০৬:৩৪
চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বাঁশখালীতে ছোট বোনের বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন হয়েছে। শুক্রবার উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ শাহজাহান (৪০) ওই এলাকার কালা মিয়ার ছেলে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়। তবে শাহজাহানের বড় ভাই বদি আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন রাসেল জানান, পারিবারিক বিষয়ে বৃহস্পতিবার রাত থেকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল। সকালে বদি তার ছোট ভাই শাহজাহানকে বন্দুক দিয়ে গুলি করেন। গুলিটি তার ভাইয়ের ডান পায়েরর্। ঊরুতে বিদ্ধ হয়। শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে দুপুরে তার মৃত‌্যু হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই নাসির আরও জানান, ১০ বছর আগে তাদের বোনের সাথে বদি আলমের শ্যালকের বিয়ে হয়। ওই ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সম্প্রতি বোনের স্বামী আরেকটি বিয়ে করতে চাইলে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এ বিরোধের জেরে বড় ভাই বদি আলম শাহজাহানকে গুলি করে।

(দ্য রিপোর্ট/কেআই/এনআই/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর