thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৭ মার্চ ০৪ ১৬:১৮:১৯
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১২ জন। শনিবার (৪ মার্চ) সকালে নগরীর সদরঘাট এবং জেলার রাউজান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. রফিক (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি কাভার্ডভ্যান রিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক নিচে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে চট্টগ্রামের রাউজান উপজেলায় সকাল সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় মো. সুজন মিয়া (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন জানান, ভ্যানচালককে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মেডিকেল মর্গে রাখা হয়েছে।

এছাড়া শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাধবকুণ্ড এলাকায় পিকনিকের বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১১জনকে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে এবং একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে গ্রামীণ ফোনের এজেন্টদের (সিম বিক্রেতা) উদ্যোগে কক্সবাজারে পিকনিকে আসেন ৪০ জনের একটি দল। শুক্রবার (৩ মার্চ) রাতে তারা ফিরে যায়ার সময় তাদের বহনকারী বাসটি ভোর রাত সাড়ে ৩টার দিকে মাধবকুণ্ডের শুকলাল হাট এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় বাস ও ট্রাক।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর