thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুর্গাপুরে প্রার্থী বাছাই নিয়ে সঙ্কটে বিএনপি!

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৪:১৮:৩৯
দুর্গাপুরে প্রার্থী বাছাই নিয়ে সঙ্কটে বিএনপি!

রাজশাহী অফিস : রাজশাহীর দুর্গাপুরে দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে সঙ্কটে পড়েছে বিএনপি! প্রার্থী বাছাই নিয়ে জেলা কমিটি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।

তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটাতে না পারলে এবং ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত করতে না পারলে এ উপজেলায় বিএনপির নিশ্চিত ‘ভরাডুবি’ হতে পারে।

এদিকে ৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের দ্বিতীয় দফা তফসিল ঘোষণার পর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা ও স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম গ্রুপের নেতারা পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির নাদিম মোস্তফা গ্রুপের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবীর বুলু, সহ-সভাপতি ও নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জামাল উদ্দিন ও উপজেলা যুবদলের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিএনপি নেত্রী রেখা বেগম ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন নয়ন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে নজরুল ইসলাম গ্রুপের পক্ষে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আব্দুল ওয়াহেদ মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান লালবু মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিএনপির নীতি নির্ধারণী মহল মনে করছেন, দলের ভেতরে কোন্দল নিরসন ও ক্লিন ইমজের প্রার্থী বাছাই করতে না পারলে নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা বলেন, রবিবার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা করা হয়েছে। সভায় গোপন ব্যালটের মাধ্যমে নেতাকর্মীদের মতামত নেওয়া হয়েছে। আর সব ধরনের বিতর্ক এড়াতে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করে রিপোর্টটি কেন্দ্রে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/ইইউ/এসবি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর