thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

২০১৭ মার্চ ০৫ ১০:১১:২৯
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে একটি বাসার গ্যাস লাইনে লিকেজ হয়ে বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঐশি নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির বাবা মোহাম্মদ রাজু (২৫)।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর (মাদ্রাজী শাহপাড়া) এলাকার একটি বাসায় গ্যাস লাইনে লিকেজ হয়ে বিস্ফোরণে আগুন ধরে যায়।

দগ্ধ অবস্থায় শিশু ঐশিকে হাসপাতালে ভর্তির পর ওইদিন রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মাদ্রাজী শাহপাড়া সাগর ভিলার পাশে হাছি মিয়ার কলোনীর একটি বাসায় পরিবারসহ ভাড়া থকেন পোশাক কারখানার শ্রমিক মোহাম্মদ রাজু। শনিবার সন্ধ্যার দিকে তার বাসায় রান্নার কাজ চলাবস্থায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে রাজু ও তার মেয়ে অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, আহত ঐশি প্রায় সাড়ে ৫ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত পৌনে ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এস/মার্চ ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর