thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আবারও খাদে যশোরের পিকনিক বাস, আহত ১৫

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৪:৪০:৪৭
আবারও খাদে যশোরের পিকনিক বাস, আহত ১৫

কুষ্টিয়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শিলাইদহগামী একটি পিকনিক বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। কুষ্টিয়ায় কুমারখালীর কাশেমপুর এলাকায় দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিক বাস শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। কুমারখালী সৈয়দ মাসুদ রুমী সেতু পার হয়ে কাশেমপুরে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে। এতে ১৫ জন আহত হয়েছেন।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় স্কুল ছাত্রছাত্রী ভর্তি একটি পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়। যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই বাসটি মেহেরপুরের মুজিব নগরে পিকনিক শেষে ফেরার পথে রাত ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিশুরা হল- আঁখি, সাব্বির, সুরাইয়া, শান্ত, মিথিলা, শাহানারা ও আকিল।

(দ্য রিপোর্ট/এফএপি/একে/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর