thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ৬ কন্টেইনার ভর্তি এলইডি টিভি ও সিগারেট জব্দ

২০১৭ মার্চ ০৫ ১৭:১২:৩৯
চট্টগ্রামে ৬ কন্টেইনার ভর্তি এলইডি টিভি ও সিগারেট জব্দ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্যবোঝাই ১২টি কন্টেইনারে তল্লাশি চালিয়ে ৬টি কন্টেইনার থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিপুল পরিমাণ এলইডি টেলিভিশন ও নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা।

ক্ষতিকর পণ্য আমদানি করা হয়েছে এমন সন্দেহে আটক এসব কন্টেইনার রবিবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে খোলার কাজ শুরু হয়। দুপুর নাগাদ ১২টি কন্টেইনার খুলে ৬টি কন্টেইনার থেকে আমদানি ঘোষণা বহির্ভূত এসব পাওয়া গেছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তবে এসব কন্টেইনারে কি পরিমাণ পণ্য রয়েছে তার গণণা এখনো শেষ না হওয়ায় পরিমাণ জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, নিষিদ্ধ পণ্য আমদানি সন্দেহে ১২ কন্টেইনার জব্দ করা হয়েছিল। কায়িক পরীক্ষা শেষে বন্দর কাস্টমস এবং আমদানিকারক প্রতিষ্ঠান ও সিএন্ডএফ এজেন্টদের সম্মুখে সকাল থেকে এগুলো খোলা হয়। এর মধ্যে ৬টি কন্টেইনার থেকে বের করা হয়েছে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণ এলইডি টিভি ও আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এসব কন্টেইনার নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি একটি জাহাজ আসে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে। শুক্রবার (৩ মার্চ) ৩টি কন্টেইনার বন্দরে খালাস করা হয়।একই চালানে আরো ৩টি কন্টেইনার রয়েছে বলে জানা গেছে।

অপর ৬টি কন্টেইনার গত বুধবার বর্হিনোঙরে আসে। এখনো বন্দরে নামানো হয়নি। ৬টি কন্টেইনার ল্যান্ড করার আগেই বিশেষভাবে আটক করা হয়েছে। দুটি চালানের ক্ষেত্রেই জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার পোর্ট ক্লাং হয়ে চট্টগ্রাম বন্দরে আসে।

(দ্য রিপোর্ট/এমকে/মার্চ ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর