thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার

২০১৭ মার্চ ০৬ ১১:৩৩:১২
চট্টগ্রামে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারগার হাট এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার (৫ মার্চ) সন্ধ্যার দিকে র‌্যাব এ অভিযান চালায়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো-মোঃ শরীফ (২০), একেএম শহিদুল ইসলাম প্রকাশ লাভলু (৪৯)

রবিবার রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সীতাকুণ্ড থানার বড়দারগার হাট ওজন স্কেল-এর সামনে কয়েক মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর