thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জে পুলিশের খোয়া যাওয়া পিস্তল ও গুলি উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৫:১৭:৪৯
সিরাজগঞ্জে পুলিশের খোয়া যাওয়া পিস্তল ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিরোধী দলের কর্মসূচি চলাকালে পুলিশের খোয়া যাওয়া পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার গভীর রাতে শহরের হোসেনপুর মহল্লার একটি খোলা মাঠে কাগজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬-২ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ২৭ নভেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে শহরের খেদন সর্দারের মোড়ে দায়িত্ব পালনরত সদর থানার এসআই রেজাউল ইসলামের কাছ থেকে পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি খোয়া যায়। ২৮ নভেম্বর এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১ ডিসেম্বর পুলিশ ১টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করলেও শুক্রবার রাতে খোয়া যাওয়া পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/এএইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর