thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে স্কুলছাত্র হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

২০১৭ মার্চ ০৬ ২২:৩৬:১১
চট্টগ্রামে স্কুলছাত্র হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত এসএসসি পরিক্ষার্থী ওয়াসিউর নুর আদেল (১৫) হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (৬ মার্চ) ভোরে লক্ষীপুরের চর আলেকজান্ডার ও সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর (২৮)। তিনি ফটিকছড়ি জেলার শাহানগর দিঘীপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে। অপরজন ঐ এলাকার মো. হাসানের ছেলে মো. তুষার (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি আদেল হত্যা মামলার প্রধান আসামি লক্ষীপুর জেলার চর আলেকজান্ডারে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ভোরে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল চর আলেকজান্ডারে অভিযান চালিয়ে আসামি মো. আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভাটিয়ারি থেকে অপর আসামি মো. তুষারকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাতে বাকলিয়ার রাজাখালী মাস্টার কলোনি এলাকায় বদিউল আলম ও তার ছেলে এসএসসি পরিক্ষার্থী ওয়াসিউর নুর আদেলকে নিয়ে নিজ জায়গায় নির্মাণ কাজের তদারকি করতে গেলে সন্ত্রাসীরা বাবা-ছেলের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে পরদিন আদিল মারা যায়।

এই ঘটনায় নিহতের মামা মো. নজরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমএইচএ/এনআই/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর