thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাজনৈতিক অস্থিরতায় আমদানি কমেছে ৩৭ শতাংশ

২০১৩ নভেম্বর ০৬ ১৯:৫০:৫৯
রাজনৈতিক অস্থিরতায় আমদানি কমেছে ৩৭ শতাংশ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অক্টোবরে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানীর জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে ৮৬২টি। গত সেপ্টেম্বরের একই সময়ের তুলনায় যেটি ৩৭ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বরে ১৩৯৩টি ঋণপত্র খোলা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মাহমুদুন নবী দিরিপোর্ট২৪কে বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতিতে। যে কারণে গতমাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানীর জন্য কম ঋণপত্র খোলা হযেছে।’

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল ও গম আমদানির জন্য ঋণপত্র খোলার হার ছিল সবচেয়ে কম। অক্টোবরে এই দুইটি পণ্যের জন্য আমদানি ঋণপত্র খোলা হযেছে ১৪৪ ও ১৩৩টি। সেপ্টেম্বরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮২ ও ২৫৭ টি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক হেলাল ট্রেডিংয়ের স্বত্তাধিকারী মো. হেলাল দিরিপোর্ট২৪কে বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পণ্য আমদানি কমেছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে আমদানির পরিমাণ আরো বাড়বে।’

(দিরিপোর্ট২৪/এএইচ/এসকে/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর