thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কানাডাকে হারাল বাংলাদেশের যুবারা

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৬:১৭:২১
কানাডাকে হারাল বাংলাদেশের যুবারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (নাইনথ প্লেস প্লে অফ কোয়ার্টার ফাইনাল) ৭৫ রানেই থেমে যায় কানাডার ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নামা কানাডা ২৭.২ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায়। কানাডার ১১ ব্যাটসম্যানের মধ্যে ৩ জন ২ অঙ্কের ঘরে যেতে পেরেছেন। সর্বোচ্চ স্কোর গড়েন কেনেন টেন্টো ১৬। এ ছাড়া তালহা শেখ ১০ ও আব্রাশ খান ১২ রান করেন। ছোট বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি এবং শায়েদ সরকার ও মেহেদী হাসান প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার সাদমান ইসলাম ৪০ বল খেলে ৩৫ রানে অপরাজিত থাকেন। জয়রাজ শেখ ৩৩ রান করে কানাডিয়ান বোলার আরম্যান কাপুরের বলে নিখিল দত্তকে ক্যাচ দিয়ে বিদায় নেন। বিদায় নেওয়ার আগে ৩৫ বলের ইনিংসে ৭ চারে এ স্কোর গড়েন তিনি। জয়রাজ আউট হওয়ার আগে জয় থেকে মাত্র ৩ রান দূরে ছিল বাংলাদেশ যুবদল।

(দ্য রিপোর্ট/আরআই/এমএ/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর