thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২১ মহররম 1447

দূষণ ঝুঁকির তালিকায় বাংলাদেশ

২০১৩ নভেম্বর ০৬ ১৯:৫২:২২
দূষণ ঝুঁকির তালিকায় বাংলাদেশ

দিরিপোর্ট২৪ ডেস্ক : মানুষ নানাভাবে দূষিত করছে পরিবেশ। এর ক্ষতি সম্পর্কে বিভিন্ন ধরনের গবেষণা ও প্রতিবেদন মানুষকে সাবধান করলেও দূষণ কমার কোন লক্ষণই নেই। অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও পরিবেশ দূষণে পিছিয়ে নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের দেওয়া প্রতিবেদনে দেখা যায় সবচেয়ে দূষিত ১০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি৷

যুক্তরাষ্ট্রের পরিবেশ পর্যবেক্ষক দল ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট সোমবার উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ দূষণ নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে৷ প্রতিষ্ঠানটির প্রধান রিচার্ড ফুলার বলেন, উন্নয়নশীল দেশগুলোর অন্তত ২০ কোটি মানুষ দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে৷ এই প্রতিষ্ঠান এবং গ্রিন ক্রস সুইজারল্যান্ডের গবেষকরা বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি স্থানের একটি নতুন তালিকা করেছে৷ এর আগে ২০০৭ সালে তারা প্রথম এই তালিকা প্রকাশ করেছিল৷

এই প্রতিবেদনের জন্য ৪৯টি দেশের প্রায় ২ হাজার স্থানের তথ্য সংগ্রহ করা হয়। তালিকায় আছে ঢাকার হাজারিবাগের নাম। প্রতিবেদনে বলা হয়, সেখানে দেশের সবচেয়ে বেশি চামড়া কারখানা রয়েছে৷ প্রতিদিন ২৭০টি কারখানা থেকে ২২ হাজার ঘন লিটার দূষিত আবর্জনা বের হয়৷ এই আবর্জনায় হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম রয়েছে, যার কারণে ক্যান্সার হতে পারে৷ এইসব বর্জ্য ঢাকার প্রধান নদী বুড়িগঙ্গায় গিয়ে মেশে৷

তালিকায় নতুন যুক্ত হয়েছে ঘানার রাজধানী আকরার আগবোগব্লোশি ও ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত সীতারাম নদীর বেসিন৷ এছাড়া তালিকায় রয়েছে নাইজার নদী এবং আর্জেন্টিনার মাতানজা-রিয়াচুয়েলো নদী৷ ইউক্রেনের চেরনোবিল আর জাম্বিয়ার খনির শহর কাবওয়েও রয়েছে এই তালিকায়৷ তবে ২০০৭ সালের দূষিত দেশের তালিকায় থাকা চীন ও ভারত এবারের তালিকায় নেই৷

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর