thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে মীরসরাই ও পটিয়ায় অভিযান চলছে

২০১৭ মার্চ ০৮ ১২:২৩:২৬ ২০১৭ মার্চ ০৮ ০১:২৫:০০
‘জঙ্গি আস্তানা’ সন্দেহে মীরসরাই ও পটিয়ায় অভিযান চলছে

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের মীরসরাই ও পটিয়ায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। মীরসরাইকলেজ রোডের রেদওয়ান মঞ্জিল নামে একটি দোতলা বাড়ি মঙ্গলবার রাত ১১টা থেকে ঘেরাও করে রেখেছে পুলিশ। অপরদিকে পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু হয়।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে কুমিল্লার একটি চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক দুই ‘জঙ্গি’র তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কুমিল্লা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান চালাচ্ছেন। তবে বুধবার (৮ মার্চ) দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। তবে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার তীরচর গ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের একটি চেকপোস্টে বাস থামিয়ে চালকের কাগজ পরীক্ষা করার সময় বাস থেকে দুই ‘জঙ্গি’ নেমে এসে আল্লাহু আকবর বলে দুটি বোমা ছোড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। পরে তাদের আটক করে পুলিশ।

কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, কুমিল্লায় যাদের গ্রেফতার করা হয়েছিল তারা মিরসরাইয় ও পটিয়ায় আস্তানা গেড়েছিল বলে জানিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। মীরসরাইয়ে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান চলছে। ফলে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর