thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৭:১৯:২৫
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজশাহী অফিস : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা আধাঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিকেল ৪টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত হৃদয়ের বাড়ি নগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার তোফাজ্জলের ছেলে। বিকেল ৪টার দিকে হৃদয় তার বন্ধুকে নিয়ে ডিঙ্গাডোবা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বাস হৃদয়কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধাঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মনীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত হৃদয়ের মৃতদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/এএইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর