thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

অভিষেকে ভাস্বর আল-আমিন

২০১৩ নভেম্বর ০৬ ১৯:৫৪:৫১
অভিষেকে ভাস্বর আল-আমিন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অভিষেকে ভাস্বর হয়ে থাকলেন পেসার আল-আমিন হোসেন। বুধবার সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচে বাংলাদেশের পক্ষে তিনি ৩৯তম ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। হিসেবে তিনি বাংলাদেশের দশম পেসার।

২৩ বছর বয়সী ঝিনাইদহের এ ডানহাতি পেসার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে বল হাতে উজ্জ্বল ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। সেখানে বল হাতে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন এ পেসার। তিনি ইকোনমি রেটে (৭.৭৫) ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ফিরিয়ে দিয়েছেন কোরি অ্যান্ডারসন ও লুক রনচিকে। অভিষেকে বাংলাদেশের পক্ষে পেসারদের মধ্যে দ্বিতীয় সেরা নৈপুণ্যেও পাশে নাম লিখালেন তিনি।

দলে ডাক পেলেও প্রথম টেস্ট খেলা হয়নি আল-আমিনের। তবে দ্বিতীয় টেস্টে সুযোগ পান রবিউল ইসলাম শিপলুর ইনজুরির সুবাদে। অবশ্য অভিষেক টেস্ট তেমন ভাল যায়নি। পেয়েছিলেন মাত্র ১ উইকেট। এরপর ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন। ফের ইনজুরিতে পড়েন নির্ভরযোগ্য পেসার শফিউল ইসলাম। তাতেই খেলার সুযোগ সৃষ্টি হয়েছে। সুযোগটা কাজেও লাগিয়েছেন। বুধবার প্রথম ওভারে এসেই আল-আমিন দিয়েছেন মাত্র ৬ রান। ব্যক্তিগত স্পেলের চতুর্থ ও শেষ এবং দলীয় শেষ ওভারে দুই উইকেট তুলে নেন মাত্র ৬ রান দিয়ে। ফিরিয়ে দেন ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ দাপট দেখানো অলরাউন্ডার অ্যান্ডারসন (১৮) ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রনচিকে (০)।

বাংলাদেশের পক্ষে অভিষেকে পেসারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন আল-আমিন। টোয়েন্টি২০ খেলা অন্য ৯ পেসারের মধ্যে ৫ জনই ছিলেন অভিষেক ম্যাচে উইকেট শুন্য। তবে ২২ রানে দুই উইকেট নিয়ে পেসারদের মধ্যে দেশের পক্ষে সেরা বোলিংয়ের কৃতিত্ব শাহাদাত হোসেনের।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর