thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাগেরহাটে বাসচাপায় বৃদ্ধ নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৭:২৬:২৩
বাগেরহাটে বাসচাপায় বৃদ্ধ নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় আখের আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেলে বাগেরহাট-মংলা সড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাতে এ দুর্ঘটনা ঘটে।

আখের আলী পিলজঙ্গ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট মহাসড়ক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান দ্য রিপোর্টকে বলেন, জেলার বাইরে থেকে একটি দল মংলা বন্দরে পিকনিক করতে আসে। বাসটি বিকেলে ফিরে যাওয়ার পথে বাগেরহাট-মংলা সড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাতে পথচারী আখের আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আখের আলী মারা যান। বাসটির সামনে ব্যানার ও ছাদে মাইক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছে। বাসটি কোন জেলা থেকে এসেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর