thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আটঘরিয়ায় সংঘর্ষের ঘটনায় আসামি ৩৪ : গ্রেফতার ৩

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৭:২৮:২৩
আটঘরিয়ায় সংঘর্ষের ঘটনায় আসামি ৩৪ : গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরী গ্রামে শুক্রবার নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৪ জনকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের পর আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, চাঁদা দাবি ও মোটরসাইকেল ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল চন্দ্র বাদি হয়ে ২৬ জনকে আসামি করে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেন।

ওই রাতেই অপর মামলাটি দায়ের করেন জুমাইখিরী গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দা রফিকুল ইসলাম। বাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি।

সংঘর্ষের পর আটক তিনজনকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। গ্রেফতাররা হলেন- জুমাইখিরী গ্রামের আজগর আলী, আজিম উদ্দিন ও আব্দুল হামিদ। এরা বিএনপি সমর্থক বলে জানা গেছে। শনিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে জেলার আটঘরিয়া উপজেলার জুমাইখিরী গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এ ছাড়া কয়েকটি বাড়ি ও দু’টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর