thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

রাজবাড়ীতে শেষ হল সপ্তাহব্যাপী বইমেলা

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:১০:৫৬
রাজবাড়ীতে শেষ হল সপ্তাহব্যাপী বইমেলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও বইমেলার সমাপনী অনুষ্ঠান শনিবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

একুশে বইমেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন জেলা শিল্পকলা একাডেমীর নৃত্যশিল্পীরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেলা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক গোপাল চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদিন, সাবেক অধ্যক্ষ ও সাহিত্যিক, লেখক ডা. ফকীর আব্দুর রশীদ।

(দ্য রিপোর্ট/টিএম/এএস/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর