thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

নতুন মৌসুমে ফেডারেশন কাপ অনিশ্চিত!

২০১৩ নভেম্বর ০৬ ১৯:৫৫:৩৬
নতুন মৌসুমে ফেডারেশন কাপ অনিশ্চিত!

দিরিপোর্ট৪ প্রতিবেদক : গেল মৌসুমটা সুপার কাপ দিয়ে ইতি ঘটলেও এবার ঘরোয় ফুটবলের নতুন মৌসুমে ফেডারেশন কাপ শুরু হওয়া নিয়ে অনিশ্চিতায় দেখা দিয়েছে! টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য চাই স্পন্সর। অথচ এখন পযর্ন্ত ফেডারেশন কাপের জন্য কোনো স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলতি মাসের প্রথম সপ্তাহেই ১২ টি দল নিয়ে মাঠে গড়ানোর কথা ছিল ফেডারেশন কাপ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর দলবদল না হওয়ায় টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ ২০ নভেম্বর নির্ধারন করা হয় পেশাদার লিগ কমিটির সভায়। প্রিমিয়ার লিগের দলবদলের শেষ সময়সীমা ছিল ৩১ অক্টোবর পযর্ন্ত। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দলবদলের সময়সীমা বাড়িয়ে তা ১৫ নভেম্বর পযর্ন্ত নির্ধারণ করা হয়েছে।

৩ বছরের জন্য গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল বাফুফের। সেই চুক্তিপত্রের মেয়াদ শেষ হলেও নতুন করে কোনো স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেনি ফেডারেশন। ইতিমধ্যে বাফুফের কাছে বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে। এদের মধ্যে ওয়ালটন এগিয়ে আছে বলে জানান বাফুফের সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি বলেছেন,‘ওয়ালটনের সঙ্গে আলোচনা চলছে আমাদের। তাদের সঙ্গে আলোচনা করে আমরা এগিয়ে গেছি। আশা করি অতি দ্রুত ওয়ালটন আমাদের সঙ্গে যুক্ত হবে।’

(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর