thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

সুপ্রিম কোর্টের মূর্তি অপসারণ করতে হবে : আল্লামা শফী

২০১৭ মার্চ ১০ ১৭:৪৪:৫০
সুপ্রিম কোর্টের মূর্তি অপসারণ করতে হবে : আল্লামা শফী

ফেনী প্রতিনিধি : কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। কোনো মুসলমানের দেশে আদালতের সামনে মহিলার মূর্তি থাকতে পারে না। আমেরিকা ও ভারতসহ কোনো বিধর্মীর দেশেও যা নেই।’

শুক্রবার (১০ মার্চ) বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শফী এসব কথা বলেছেন। হেফাজত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলকে দ্বীনের দাওয়াত দিতে হবে। সরাসরি না পারলে চিঠির মাধ্যমে দাওয়াত দাও।’

সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েন বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নুর হোসাইন কাসেমী প্রমুখ।

সুপ্রিম কোর্টের ‘মূর্তি’ না সরালে সরকারের পতন অনিবার্য

চট্টগ্রাম অফিস : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে ‘গ্রিক মূর্তি’ অপসারণ করা না হলে বর্তমান সরকারের পতন অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির মূর্তি স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে এবং সংগঠনটির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহরের দাবিতে এ সমাবেশ করে হেফাজতে ইসলাম।

হেফাজত নেতারা বলেছেন, ‘প্রয়োজনে আবারও শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অতীতে শাপলা চত্ত্বরের অবস্থান কর্মসূচি থেকে আমরা হেফাজত আমিরের নির্দেশে চলে এসেছি, কিন্তু ইসলাম বিরোধী কার্যকলাপ যদি সরকার কঠোর হাতে দমন না করে এবং অবিলম্বে গ্রিক মূর্তি অপসারণ করা না হয় তাহলে আবারো শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। এবার আর শাপলা চত্ত্বর থেকে তৌহিদী জনতা ফিরে আসবে না, যতক্ষণ সরকারের পতন না হবে।’

সমাবেশে বক্তারা আরো বলেছেন, ‘সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবির মূর্তি স্থাপন বাংলাদেশের গণমানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শিক চেতনার বিপরীত। কোনো মুসলমান মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। বাংলাদেশে মূর্তি স্থাপনের চাহিদা ও সুযোগ কোনোটাই নেই। অবিলম্বে এই মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় ঈমান, আকীদা ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে মূর্তি অপসারণের দাবিতে প্রয়োজনে লাখ লাখ মানুষ নিয়ে ঢাকা ঘেরাওসহ শাপলা চত্ত্বরে আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।’

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থসম্পাদক মাওলানা হাজী মোজাম্মেল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন-হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা ক্বারী মুবিনুল হক, মাওলানা আ.ন.ম আহমদুল্লাহ, মাওলানা জয়নুল আবেদীন কুতুবী, মাওলানা মনছুর আলম, মাওলানা শেখ আবু তাহের, মাওলানা জুনাইদ জওহর, মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, মাওলানা ইকবাল খলিল, মাওলানা মুহাম্মদ হানিফ,মাওলানা তকি ওসমানী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা হাবিবুর রহমান হাকীম, মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মাওলানা নাজমুস সাকিব, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা মাহামুদুল হাসান খাকি, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/মার্চ ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর