thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মার্কিন স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা ভারতীয় অটোচালকের

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:১৬:৫১
মার্কিন স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা ভারতীয় অটোচালকের

দ্য রিপোর্ট ডেস্ক : ঘটনাটি পুরোপুরি বলিউডি সিনেমার কাহিনীর মতোই। এক মার্কিন তরুণী প্রেমে পড়ে বিয়ে করেন আগ্রার এক অটোরিকশা চালককে। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মার্কিনিকে হত্যা করে তার স্বামী নিজেও আত্মহত্যা করেন।‘

বৃহস্পতিবার অটোচালক বান্টি নিজের অটোতেই তার মার্কিনি স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তায় ফেলে রাখেন। এরপর সঞ্জয়নগরে নিজ বাড়িতে ফিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে বান্টি নিজেকেও উড়িয়ে দিন।

আমেরিকান সমাজকর্মী এরিন হোয়াইট ওরফে কিরন শর্মা (৩৫) ভারতীয় অটোচালক বান্টি শর্মা ওরফে অশোককে বিয়ে করেন গত বছর সেপ্টেম্বরে। গত বছর আগ্রা ভ্রমণে এসে এরিন পরিচিত হন অশোকের সঙ্গে। তাজমহলের পেছনে অবস্থিত তাজগঞ্জ নামে এক হোটেলের ছাদে বিয়ে করেছিলেন তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকমাস ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সমস্যা সমাধানে পরামর্শের জন্য পারিবারিক কাউন্সিলরের কাছেও যান তারা।

ওই দম্পতি পরস্পরের বিরুদ্ধে নিজেদের পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করার অভিযোগ করেন। এ ছাড়া এরিন হোয়াইট তার ভারতীয় স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতা, অর্থলোভ ও অবিশ্বস্ততার অভিযোগ করেন।

গভীরভাবে ভারতীয় সংস্কৃতির প্রেমে পড়া সমাজকর্মী এরিন আগ্রা শহরের নাগরিক পরিস্থিতি উন্নয়নের জন্য স্যোশাল ওয়ার্ক করতেন। এ ব্যাপারে স্থানীয় কয়েকটি এনজিও তাকে সহায়তা করতো। যেদিন তাকে হত্যা করা হয় সেদিন দুপুরেও তিনি ‘আগ্রা সুন্দর হ্যায়’ শিরোনামে এক সংবাদ সম্মেলন করেন। এরিন ছিলেন একজন পেশাদার যোগ ব্যায়াম শিক্ষক। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর