thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কয়রায় দুই ভাইয়ের গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৬

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:৩০:০৫
কয়রায় দুই ভাইয়ের গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৬

খুলনা ব্যুরো : ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জেলার কয়রায় ওয়াসের আলী ও ওহাব আলী দুই ভাইয়ের গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ওহাব আলী গ্রুপের জাহা বক্স মোল্লা (৩৫) নিহত হয়েছে। কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহা বক্স মোল্লা কয়রা আমাদি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের নির্বাহী সদস্য। এ ছাড়া সংঘর্ষে ওহাব আলীর ছেলে নাজমুল (২৫), তার চাচাতো ভাই ওমর আলীর স্ত্রী সালমা আক্তার (৬০), ছেলে ইয়াকুব আলী (২৬), আদম আলী (৪০), উজ্জ্বল (২২) ও চার বছরের শিশুপুত্র আবীর আহত হয়েছে। আহতদের মধ্যে নাজমুল ও উজ্জ্বলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ওয়াসের আলীর ছেলে আলিম মোল্লাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, ‘ঘের নিয়ে বিরোধের জের ধরে ওয়াসের আলী মোল্লা ও ওহাব আলী মোল্লা আপন দুই ভাইয়ের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে জাহা বক্স মোল্লা নিহত হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসের আলী মোল্লার ছেলে আলিমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। জায়গীরমহলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের বাসিন্দা ওই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঘেরের চার কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শনিবার সকালে আমিন নিয়ে জমি মাপার কথা ছিল। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারামারি শুরু করে।

আহত ইয়াকুব আলী মোল্লা জানান, ওয়াসের আলী মোল্লার দুই বিঘা ঘেরের মধ্যে তার আপন ভাই ওহাব আলী মোল্লা ৪-৫ কাঠা জমি পাবে। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা স্থানীয় চেয়ারম্যান-মেম্বাররাও জানেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষ অনেকবার বসলেও কোনো সুরাহা হয়নি। শনিবার এই জমি মাপার কথা ছিল। তার আগেই ওয়াসের আলীর লোকজন আমাদের ওপর হামলা করেছে।

তবে এ ব্যাপারে ওয়াসের আলী পক্ষের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এটি/এসকে/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর