thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

নালিতাবাড়ীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:৩৪:৫৪
নালিতাবাড়ীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের তৃণমূল নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশসহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা নিবার্চন নিয়ে শনিবার পূর্বঘোষিত আওয়ামী লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে উপজেলা পাবলিক হল অডিটোরিয়ামে তৃণমূল নিবার্চন হওয়ার কথা। এ নিয়ে সকাল থেকেই অডিটোরিয়ামের আশপাশ এলাকায় অবস্থান নেয় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হালিম উকিল ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু গ্রুপের লোকজন। দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের ভেতরে ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর ও তারা গ্রুপের সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজনের বিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে যায় নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের এএসআই রামপ্রসাদ, এসআই খোকন আহত হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অপরদিকে গুরুতর আহত হন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজন। এ ছাড়াও স্বপন, যুবলীগ সদস্য সোহেল, নিতাই, ইব্রাহিম, জাকারিয়া ও কাওসার আহম্মেদ আহত হয়েছেন। উপজেলা পরিষদ চত্বর ও আশাপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে শেরপুরের এডিশনাল এসপি মহিবুল ইসলাম বলেন, আমার পুলিশ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর