thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী ও চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৯:১৯:০০
মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রী ও চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : উপজেলা নির্বাচনের প্রচারণাকালে মুন্সীগঞ্জ শহরের কাছে মুন্সীরহাটে শনিবার সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এবং চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন পুস্তির ওপর হামলা ঘটনা ঘটেছে। এ সময় এলোপাথাড়ি ইট-পাটকেল নিক্ষেপে আব্দুল হাই চোখে আঘাত পান।

সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) সুলতান উদ্দিন জানান, শনিবার বেলা ১২টার দিকে মুন্সীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর দুপুর ২টার দিকে শহরের জুবলী রোডের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন পুস্তি বলেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান আনিসের সমর্থক ও দলীয় শতাধিক কর্মী অতর্কিতভাবে এ হামলা চালিয়েছে।’

এ ঘটনায় জেলা রিটার্নিং অফিসার সারওয়ার মোর্শেদের কাছে লিখিত অভিযোগপত্র দাখিল করেন বিএনপির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তারা জরুরি ভিত্তিতে সদর উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান।

(দ্য রিপোর্ট/এমএস/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর