thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

বিএনপিকে ‘অদ্ভুত’দল বললেন তোফায়েল

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৯:২৮:১৩
বিএনপিকে ‘অদ্ভুত’দল বললেন তোফায়েল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপিকে ‘অদ্ভুত’রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘উপজেলা নির্বাচনে এসে বিএনপি প্রমাণ করেছে ৫ জানুয়ারির নির্বাচনে না আসার সিদ্ধান্ত ভুল ছিল। তারা সারাদিন বলে নির্বাচনে কারচুপি হচ্ছে। দিন শেষে দেখা যায়, অধিকাংশ এলাকায় তারাই জয়ী হয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবে শনিবার সন্ধ্যায় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। স্বাধীনতা একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

তোফায়েল আহমেদ বলেন, ‘একটি সরকারকে আপনি অবৈধ বলবেন আবার সেই সরকারের সঙ্গে সংলাপ করবেন। মা বলে সংলাপ আর ছেলে বলে সংলাপ না। সংলাপ করলেই বলবে এ সরকারের পদত্যাগ করতে হবে, এ সংসদ বাতিল করতে হবে, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এর কোনোটি মেনে নেওয়া সম্ভব নয়। সংবিধান অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে, আগামীতেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিদেশিদের প্রত্যেকে নির্বাচন গ্রহণ করেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জিএসপি স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের রফতানি কোনোভাবেই কমেনি। উল্টো বেড়েছে। শুধু বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে রাজপথে অবরোধ-হরতাল করে।’

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করতে পেরেছে শেখ হাসিনার অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ সিটি নির্বাচনেও আমরা কারচুপি করিনি। উপজেলা নির্বাচনও নিরপেক্ষ হয়েছে বলেই বিএনপি আমাদের চেয়ে বেশি জায়গায় জয়ী হয়েছে।’

তোফায়েল বলেন, ‘খালেদা জিয়া বলেন, নির্বাচন না করে ভুল করিনি। তার মানে তিনি ডিফেন্সে চলে গেছেন। তার মানে তাকে কেউ বলেছে নির্বাচনে না এসে ভুল করেছেন। নির্বাচনে না আসার সিদ্ধান্ত ভুল ছিল এটা উনি বুঝতে পেরেছেন। আমি বিএনপিকে বলব অতীতের ভুল থেকে শিক্ষা নিতে।’

স্বাধীনতা একাডেমির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম ঠাণ্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, পিআইবির প্রধান তথ্য কর্মকর্তা তৌফিক আহমেদ প্রমুখ। সভা শেষে ক্রেস্ট প্রদান করে ৬৯-এর গণঅভুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদকে সম্মাননা দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর