thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

মৌলভীবাজারে আ’লীগ প্রার্থীদের সংবাদ সম্মেলন

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৯:৩৪:৪৩
মৌলভীবাজারে আ’লীগ প্রার্থীদের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা শনিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় প্রার্থীরা নির্বাচিত হলে তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান তরপদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাহিলা আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, সাধারণ সম্পাদক আনকার আহমদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান লোকমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল করিম, এমদাদুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মসুদ আহমদ বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের গোপন ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের পূর্বে চিঠির মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটিকে জানানো হয়েছে। নির্বাচনের দিন জেলা আওয়ামী লীগের বেশিরভাগ সহ-সভাপতি উপস্থিত থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না। তবে চিঠির মাধ্যমে নির্বাচনী ফলাফল তাদেরকে জানানো হয়েছে।’

নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। দলের কেউ যদি ‘বিদ্রোহী’ প্রার্থী হয়- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ চতুর্থ দফায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/টিএফ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর