thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সোনাতলায় কুড়িয়ে পাওয়া ককটেলে দুই শিশু আহত

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২০:৩৮:৫১
সোনাতলায় কুড়িয়ে পাওয়া ককটেলে দুই শিশু আহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলো রাহাত (৮) ও প্রান্তিক প্রান্ত (৮)। তারা উপজেলার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে ঢোকার আগ মুহূর্তে রাহাত রাস্তায় কুড়িয়ে পাওয়া ককটেলটি পকেটে নিয়ে শ্রেণীকক্ষে বসে। এক পর্যায়ে বসা অবস্থায় ককটেলটি পকেট থেকে নিচে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে। এ সময় কাছাকাছি কেউ না থাকায় রাহাত ও প্রান্ত আহত হয়েছে।

পুলিশ ধারণা করছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ককটেলটি কুড়িয়ে পেয়ে খেলার ছলে পকেটে রেখেছিল শিশু রাহাত।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর