thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গুন্ডে দেখে হোঁচট খেলাম : মাজহারুল আনোয়ার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২০:৫৩:৩৯
গুন্ডে দেখে হোঁচট খেলাম : মাজহারুল আনোয়ার

দ্য রিপোর্ট প্রতিবাদক : ভারতীয় ‘গুন্ডে’ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার।

দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, ‘প্রযোজক আদিত্য চোপড়া, আলী জাফর পরিচালিত এবং ইয়াসরাজ ফিল্মস পরিবেশিত ভারতীয় চলচিত্র ‘গুন্ডে’ দেখে হোঁচট খেলাম। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ দুটোই আমাদের পরম গৌরবের অধ্যায়। এ বাংলাদেশকে নির্মাণ করতে আমাদের লাখ লাখ সংগ্রামী মানুষকে রক্ত দিতে হয়েছে।’

মাজহারুল আনোয়ার বলেন, ‘এ মুক্তিযুদ্ধে আমরা ভারতের সহযোগিতা পেয়েছিলাম। ‘গুন্ডে’ ছবিটিতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে ভারত ও পাকিস্তানের তৃতীয় যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে ভারত এ বাংলাদেশকে জন্ম দিয়েছে, তাহলে এত ত্যাগ, এত সংগ্রাম এত শহীদের রক্ত সবই কি বৃথা?’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের একজন কলম সৈনিক হিসেবে আমি বিস্ময় প্রকাশ করছি। আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা সেই দাবি নিয়ে ‘গুন্ডে’ ছবির কর্তৃপক্ষকে বলছি, ভুল সংশোধন করে দর্শকদের বিভ্রান্তি থেকে মুক্তি দিন।’

অপর বিবৃতিতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাসাস সভাপতি এমএ মালেক এবং সাধারণ সম্পাদক মনির খান ‘গুন্ডে’ ছবিতে যে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা জানান।

(দ্য রিপোর্ট/ এমএইচ/এনডিএস/ এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর