thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাকিবের নিষেধাজ্ঞায় কপাল খুলেছে নাঈমের

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২০:৫২:৩৩
সাকিবের নিষেধাজ্ঞায় কপাল খুলেছে নাঈমের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে নাঈম ইসলাম দলে সুযোগ পেয়েছেন। খেলেছেনও ভালোই। দলের বিপর্যয়ের মুহূর্তে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এ ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হঠাৎ ইনজুরিতে পড়েছিলেন সাকিব। ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিবের বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছিল নাঈমকে। ওই সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন নাঈম। প্রথম ম্যাচে ৮৪, এরপর ১৬ এবং সবশেষ ম্যাচে ৬৭ রান করেছেন।

এমন পারফরম্যান্সের পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেরা একাদশে ঠাঁই হয়নি তার। কাকতালীয়ভাবে আবারও সাকিব বাদ পড়েছেন এবং দলে জায়গা পেয়েছেন নাঈম। তবে এবার ইনজুরিতে নয়, অশোভন আচরণের কারণে দল থেকে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২টি ওয়ানডে খেলেছেন সাকিব। আহামরি পারফরম্যান্স ছিল না তাতে। পারফরম্যান্স খারাপের পরও শুধুমাত্র বিশ্বসেরার তকমা লাগানো থাকায় বাদ দেয়া হয়নি তাকে। তবে যুক্তিতর্কে মুশফিক পার পেলেও বাজে আচরণ করে পার পাননি সাকিব। আর এ কারণে শ্রীলঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলে নেই তিনি।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর