thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘জুলুম-নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে সরকার’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:০১:৫৭
‘জুলুম-নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে। অবৈধ এ আওয়ামী সরকার তাদের জুলুম-নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে যাচ্ছে বর্তমান অবৈধ সরকার।’

দলের যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত বার্তায় এ সব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর ৭৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান আনু ও সূত্রাপুর থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। একইসঙ্গে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

জুলুম, নির্যাতন চালিয়ে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে বিরোধী নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করা কিংবা দমানো যাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

প্রসঙ্গত, গত ২০ ফেরুয়ারি রাতে ঢাকার সদরঘাট থেকে মজিবুর রহমান আনু ও দেলোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ। পরদিন তাদের সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এক বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব মজিবুর রহমান আনু ও দেলোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অপর এক বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মশিউর রহমান বিপ্লবকে আওয়ামী সশস্ত্র ক্যাডাররা অমানুষিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেছে। পরে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে মিথ্যা মামলায় জড়িয়ে আহতাবস্থায় বিপ্লবকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। অবিলম্বে মশিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এসকে/ এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর