thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

‘পেটোয়া বাহিনী দিয়ে নির্বাচনে জিততে চেয়েছিল আ'লীগ’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:০২:৫৭
‘পেটোয়া বাহিনী দিয়ে নির্বাচনে জিততে চেয়েছিল আ'লীগ’

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সরকারি বাহিনী ও সরকারি দলের পেটোয়া বাহিনীকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেখানেও জনগণের মতামতের কাছে তাদের ভরাডুবি হয়েছে।

ঠাকুরগাঁও নিজ বাসভবনে শনিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, সময় বেশি পাবেন না। জনগণ তাদের ভোটের অধিকার আদায় করার জন্য আবার রাস্তায় নামবে। তিনি এ আন্দোলনকে বিএনপি বা ১৯ দলের আন্দোলন আখ্যা না দিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন বলে উল্লেখ করেন। তাই সময়ক্ষেপণ না করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর