thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাণীশংকৈল উপজেলা আ’লীগের সম্পাদক বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:১৭:২৪
রাণীশংকৈল উপজেলা আ’লীগের সম্পাদক বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও সদস্য বাবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের নির্বাহী সংসদীয় কমিটির এক সভায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়টি জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু নিশ্চিত করেন।

তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাণীশংকৈল উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সইদুল হককে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হন। অন্যদিকে একই অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবর আলীকেও বহিষ্কার করা হয়।

জানা গেছে, ওই উপজেলায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ও আওয়ামী লীগ কর্মী দিগেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর