thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘পরাজিত হয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:২০:৩৬
‘পরাজিত হয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে সরকার বেসামাল হয়ে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এ কারণে সরকার দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের হয়রানি ও গণগ্রেফতার চালাচ্ছে বলেও দাবি দলটির।

এক বিবৃতিতে শনিবার রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, ‘শনিবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চুটু, মহেশপুর উপজেলার ৫ জামায়াত-শিবির নেতাকর্মী ও শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে যৌথবাহিনী জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘শনিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ১৯ দলীয় জোট সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে সরকারদলীয় সন্ত্রাসীরা অপহরণ করেছে। পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাচনে জনগণের ভোটে পরাজিত হয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করছে।’

ডা. শফিক বলেন, ‘এ সব ঘটনায় প্রতীয়মাণ হয় আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ন্যায্য ভোটাধিকার কেড়ে নিয়ে সরকারদলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে।’

এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘গ্রেফতার, হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে জনগণের রায় ছিনিয়ে নেওয়া যাবে না। জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। জনগণের এ আন্দোলন অবশ্যই বিজয়ী হবে ইনশাল্লাহ।’

সরকারে ষড়যন্ত্র, চক্রান্ত, মামলা, হামলা ও উস্কানি সত্ত্বেও চরম ধৈর্যের পরিচয় দিয়ে উপজেলা নির্বাচনে জামায়াত ও ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য এবং সরকারের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান শফিকুর রহমান।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর