thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাঙ্গাইল-৮ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন অনুপম শাহজাহান

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:৪৯:৪৯
টাঙ্গাইল-৮ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন অনুপম শাহজাহান

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অনুপম শাহজাহান জয়। তিনি একই আসনের প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে। আগামী ২৩ মার্চ এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপির সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

দ্য রিপোর্টের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, অনুপম শাহজাহান জয় স্থানীয় রাজনীতির কোনো পদে নেই। পেশায় ব্যবসায়ী অনুপম তার প্রয়াত বাবার পরিচয়ে এবার রাজনীতির মাঠে নামছেন।

উল্লেখ্য, এই আসনে দশম সংসদের এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি ভোর পাঁচটায় ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান ১৯৮৬ সালে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে উপ-নির্বাচনে, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে একই দলের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শওকত মোমেন শাহজাহান এক ছেলে, এক মেয়ের জনক।

(দ্য রিপোর্ট/বিকে/জেএম/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর